দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুর): বছরের প্রথমদিনে দিনাজপুরের হিলিতে নতুন শিক্ষার্থীদের বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বই বিতরণের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
এ উপলক্ষে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোন্তাফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জানান, ৪৬টি প্রাথমিক ও ৭৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়।