দৈনিক সত্যের খোঁজে আমরা
ইউনিয়নের ধাওয়ানশীপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস ছালাম ধাওয়ানশীপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। তিনি আলিহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
ধাওয়ানশীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা কাউসার রহমান জানান, স্থানীয় ধাওয়া বাজারে তার নিজ ছেলের দোকানের ছাদে সন্ধ্যার আগ মুহূর্তে হাটাহাটি করছিলো নিহত আব্দুস ছালাম। হঠাৎ করে বিদ্যুতের তাড়ে কিছু একটা আটকে থাকা দেখতে পায়। অসাবধানতা অবস্থায় বিদ্যুতের তাড় থেকে ওটা হাত দিয়ে সরিয়ে দিতে গেলে ১১ হাজার ভোল্টের তাড় তাকে টেনে নেয়। ঘটনাস্থলে তার বাম হাতসহ শরীরের বাম পার্শের অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার তৌহিদ আল হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার বাম হাতসহ শরীরের বাম পার্শের অংশ ঝলসে গেছে। তাকে মুমূর্ষু অবস্থায় আজ সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে দেখি কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেছেন। এবিষয়ে থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে। কারো কোন অভিযোগ না থাকায় পরে লাশ কাফন দাফনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাকিমপুর থানা প্রতিনিধি মো:ওয়াজ কুরনী