দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন নিয়মিত মামলা ও ওয়ারেন্টভূক্ত ১৪ জন আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা সবাই হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি।
মঙ্গলবার (১২ মার্চ) রাত ও সকালে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হিলি শহর ও বোয়ালদাড়, খট্রামাধবপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন বলেন, মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন নিয়মিত মামলা ও ওয়ারেন্টভূক্ত ১৪ জন আসামি। তারা সবাই হাকিমপুর উপজেলায় বাসিন্দা। আজকে দুপুরে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পেরণ করা হয়েছে।