দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৫টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা অমিত রায় প্রতিটি কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও আনসার সদস্যদের উপস্থিতিতে এসব সরঞ্জাম বিতরণ করেন।
হাকিমপুর উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা অমিত রায় বলেন, হাকিমপুর উপজেলায় ২৫টি কেন্দ্রে ব্যালট পেপার বাদে সব ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ভোটের মাঠে পুলিশ, আনসার সদস্য, বিজিবিসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। ভোটের মাঠে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেই বিষয়ে উপজেলা প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, হাকিমপুর উপজেলা মোট ভোটার সংখ্যা ৭৯০৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯৩১২ জন, মহিলা ভোটার ৩৯৭৬৯ জন এবং হিজরা ৩ জন। ভোট কক্ষ ১৭২টি, অস্থায়ী ভোট কক্ষ ৬টি।