দিনাজপুরের হিলিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের দুইটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে থানা পুলিশ।

দিনাজপুরের হিলিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের দুইটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে থানা পুলিশ।

দৈনিক সত্যের খোঁজে আমরা

১ নভেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহেশপুর গ্রামের ইউসুফ আলীর বাড়ির পাশের জমি থেকে পরিত্যক্ত মর্টার শেল দুটি উদ্ধার করা হয়।

মহেশপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন, ইউসুফ আলী সকালে জমিতে পানি সেচ দিতে গিয়ে জামির আইল কুড়তে গিয়ে হঠাৎ করে দুটি পরিত্যক্ত মর্টার শেল দেখতে পায়। পরে বিষয়টি

জানাজানি হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়। থানা পুলিশ ঘটনাস্হলে এসে মর্টার শেল দু’টি থানা হেফাজতে নিয়ে যায়। গ্রামবাসীর ধারণা, মর্টার শেল দু’টি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশপুর গ্রামের বাসিন্দা ইউসুফ আলী নামের এক ব্যক্তি মাটির নিচে পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি ওজনের দুইটি মর্টার শেল পান। পরে তিনি সেগুলো বাড়িতে নিয়ে আসেন।

গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ওই গ্রামে যায় এবং ইউসুফ আলীর বাড়ির উঠান থেকে মর্টার সেল দুইটি উদ্ধার করে থানায়

নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, মর্টার শেল দু’টি মুক্তিযুদ্ধের সময়কার।

হাকিমপুর থানা প্রতিনিধি মোঃ ওয়াজ কুরনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *