দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানি হচ্ছে

দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানি হচ্ছে

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দেশের বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় ১০টি আমদানিকারক আলু আমদানির অনুমতি পেয়েছেন। তারা ১২ হাজার মেট্রিক টন আলু হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করবেন।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি বলেন, হিলি স্থলবন্দরের ১০ আমদানিকারক ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এলসি খুলতে কিছু সময় লাগে। দ্রুত প্রক্রিয়া শেষ করে ভারত থেকে আলু আমদানি শুরু হবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। হিলির ১০ ব্যবসায়ী অনুমতি পেয়েছেন। খুব দ্রুত ভারত থেকে আলু আমদানি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *