দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলাম এরউদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত

দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলাম এরউদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত

সত্যের খোঁজে আমরা

, দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারেও বাংলাদেশ আঞ্জুমান মুফিদুল ইসলাম কেন্দ্রীয় কমিটির কর্তৃক হইতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) দরিদ্র, হত-দরিদ্র, অসহায়, গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল কালাম (রুবেল)। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন, নির্বাহী সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ লুৎফুল কবির বকুল, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, শামীম কবির, তারেক ইবনে নাসিম সুজন। সভাপতির বক্তব্যে সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু বলেন বেসরকারী উন্নয়ন সংস্থা’র পাশপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষ ভালো কাজ কিংবা আত্মমানবতার সেবা করার জন্য আল্লাহ তায়ালা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। উল্লেখ্য, দিনাজপুর জেলায় ১৯৭৪ সাল থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম বে-ওয়ারিশ লাশ দাফন, হোমিও দাতব্য চিকিৎসা প্রদান, বিনা বেতনে বয়স্কশিক্ষা ও আরবী শিক্ষা দেওয়া, বিনা বেতনে সেলাই, উল বুনন, প্রশিক্ষণ ও টেলারিং শিক্ষা দেওয়াসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপদ গ্রস্থদের সাহায্য প্রদান করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *