সত্যের খোঁজে আমরা
দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। তবে, কীভাবে বাসে আগুন লেগেছে তা জানা যায়নি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে বাসের হেলপার গাড়ি পরিষ্কার করে পার্শ্ববর্তী একটি হোটেলে খেতে যান। এসময় গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।