দিনাজপুর হিলওতে স্থলবন্দরে সড়কে ট্রাক উল্টে যাওয়ায় আমদানি রফতানি বন্ধ

দিনাজপুর হিলওতে স্থলবন্দরে সড়কে ট্রাক উল্টে যাওয়ায় আমদানি রফতানি বন্ধ

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধ
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়কে ভারত থেকে আসা পণ্য বোঝাই একটি ট্রাক উল্টে গেছে। ফলে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৫টায় হিলি স্থলবন্দরের চেকপোস্ট সড়কের দালাল অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে যানজটের কবলে পড়েছে সাধারণ মানুষ।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন বলেন, ভারত থেকে আমদানিকৃত খৈল বোঝাই পণ্যবাহী একটি ট্রাক বাংলাদেশে প্রবেশের পর বন্দরের প্রধান সড়কে উল্টে যায়। ট্রাকের হেলপার ও সহকারী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে আসা হয়েছে। সড়কে ট্রাক বিকলের কারণে আমদানি রফতানি বন্ধ। আমরা এসকেভেটর দিয়ে ট্রাকটি সরানোর ও মালামাল খালাসের চেষ্টা করছি। আজ বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু করা সম্ভব নাও হতে পারে।

তিনি আরো বলেন, বন্দরের প্রধান সড়কটির অবস্থা বেহাল। এ সড়কের কারণে বন্দরে আমদনি রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া সড়ক ফোর লেনে উন্নীতকরণের কাজ যে ঠিকাদার করছে তাদের গাফিলতি রয়েছে। তারা চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা না করেই সড়কের কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *