দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজকুরনী
দিনাজপুরের হিলিতে প্রতিটি শুঁটকির দাম বেড়েছে। প্রতিকেজি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে সব ধরনের শুঁটকির। ক্রেতাদের অভিযোগ, ৭০০ টাকা কেজির শুঁটকি বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়। ৮০০ টাকা কেজি দরের শুঁটকি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। বিক্রেতারা বলছেন, তারা চট্টগ্রাম থেকে শুঁটকি এনে বিক্রি করেন। মোকামে আগের চেয়ে শুঁটকির দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। তাই তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
সোমবার (১৩ মে) হিলি বাজারে মলা মাছের শুঁটকি কিনতে এসেছেন মো. আনিসুর রহমান নামের এক ক্রেতা। তিনি বলেন, ‘শুঁটকি তরকারিতে দিয়ে স্বাদ বেড়ে যায়। তাই শুঁটকি কিনতে এসেছি। কিন্তু যে দাম, তাতে তো কেনাই মুশকিল! একমাস আগে ১০০ গ্রাম শুঁটকির দাম ছিল ৭০ টাকা। একমাস পর সেই ১০০ গ্রাম মলা মাছের শুঁটকি কিনতে হলো ১০০ টাকায়। এভাবে প্রতিটি মাছের শুঁটকির দাম বেড়েছে।’
আরেক ক্রেতা আব্দুল বাতেন বলেন, ‘আমি মাঝেমধ্যে শুঁকটি কিনি। যে চিংড়ি মাছের শুঁটকি ১০০ গ্রাম ৬০ টাকা দিয়ে কিনতাম। এখন ৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। মাছের দাম বেশি হওয়ায় মাঝেমধ্যে শুঁটকি দিয়ে মাছের চাহিদা মেটাই। বর্তমানে সেটা কঠিন হয়ে পড়েছে।’
শুঁটকি মাছ বিক্রেতা মো, আব্দুল মাজেদ বলেন, ‘আমরা চট্টগ্রাম থেকে শুঁটকি মাছ পাইকারি এনে হিলিতে খুচরা বিক্রি করি। মোকামেই প্রতিকেজি মলা মাছের শুঁটকির দাম বেড়েছে কেজিতে ২০০ টাকা। ৭০০ টাকা কেজির মলা মাছের শুঁটকি কিনতে হচ্ছে ৯০০ টাকা কেজি। সব খরচ দিয়ে ৯৫০ টাকা পড়ে যায়। আর বিক্রি করছি ১ হাজার টাকা কেজি।’
মাজেদ আরও বলেন, একইভাবে চিংড়ি শুঁটকি, বাইম মাছের শুঁটকিসহ সব মাছের শুঁটকির দামই বেড়েছে। তাই আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’