সত্যের খোঁজে আমরা
দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে এবার জমিতে নয় প্রথমবারের মত বস্তায় আদা চাষ করে লাভের আশা করছেন কৃষকরা। এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় উদ্ভুদ্ধ হয়ে লিচু বাগানের গাছের মাঝে মাঝে ফাঁকা জায়গায় বস্তায় আদা চাষের উদ্যোগ নেয় উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর গ্রামের কৃষক রোকনুজ্জামান। বাড়ির পাশে পতিত জমিতে কিংবা বাগানে অন্য গাছের নিচে বস্তায় আদা চাষে খরচ কম ও লাভজনক হওয়ায় অন্য কৃষকরা ঝুকছেন আদাচাষে। এদিকে বস্তায় আদা চাষে সবধরনের সহযোগীতা দিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ।
বস্তায় আদা চাষী রোকনুজ্জামান বলেন, স্থানীয় কৃষি অফিসের পরামর্শে উপজেলায় প্রথম চাষী হিসেবে ২৭০টি বস্তায় আদা চাষ শুরু করেন। প্রতিটি বস্তায় আদা চাষে তার খরচ হয়েছে ৫৫ টাকার মত আর যে সুন্দর গাছ হয়েছে তাতে করে প্রতি বস্তায় ২ থেকে আড়াইশো টাকার মত আদা পাওয়ার আশা। এতে পরিবারের যে আদার চাহিদা মেটানোর সাথে বাড়তি আয়ের আশাবাদ। বাড়তি কোনো পরিচর্যা নেয় কোনো সার প্রয়োগ করতে হয় না। এতে বস্তায় আদা চাষ বেশ লাভজনক হওয়ায় আগামীতে বড় পরিসরে করার আশা তার। এদিকে গাছতলায় ও বাড়ির আঙ্গিনায় অন্যান্য ফসলের সঙ্গে সাথি ফসল হিসেবে বস্তায় আদা চাষ করা যায়। খরচ কম ও বেশ লাভজনক হওয়ায় এবং পরিবারের আদার চাহিদা মেটানোর বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠেছেন অন্য কৃষকরা।
হাকিমপুর উপজেলার কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, বস্তায় আদা চাষ বেশ লাভজনক হওয়ায় পতিত জমিতে এই পদ্ধতির মাধ্যমে আদা চাষ ছড়িয়ে দিতে আগ্রহী কৃষককে সবধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলায় ৭ হেক্টর জমিতে আদা চাষ করা হয় এর সঙ্গে এবারই প্রথম নতুন পদ্ধতি বস্তায় আদা চাষ করা হয়েছে।