সারা দেশে জেলা উপজেলা মহিলা ও পুরুষ প্রতিনিধি নিয়োগ চলছে,
যারা আগ্রহী যোগাযোগ 01714348197 দৈনিক সত্যের খোঁজে আমরা
দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকাতে রেখা বেওয়া নামে এক বৃদ্ধা মহিলাকে শ্বাসরোধ করে হত্যা অভিযোগ উঠেছে।
স্থানীয় মাদকসেবীরা ওই বৃদ্ধার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি পরিবারের।
বুধবার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি গ্রামের নিহত বৃদ্ধার মাটির ঘরের মধ্য থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতের মেয়ে রিনা বেগম বলেন, আমার মা ওই বাড়িতে একাই থাকতেন। স্থানীয় মাদকসেবীরা মাঝেমধ্যে গিয়ে বাড়িতে আড্ডা দিতো। অবস্থা দেখে মনে হলো, গলায় গামছা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে মাদকসেবীরা। হত্যার পর তার কানের দুল ও ঘরে থাকা টাকার ব্যাগ নিয়ে গেছে। আমার মায়ের হত্যার বিচার চাই।
হাকিমপুর থানার এস আই হামিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্বা মহিলাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পিবিআই ক্রাইম সেকশন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুল রহিম মেডিকেলে পাঠায়।