মোঃ ওয়াজ কুরনী দিনাজপুর প্রতিনিধি
গেলো কয়েক বছর ধরে মূখ থুবড়ে পড়ে থাকা হিলি রেল স্টেশনের আধুনিকায়ন, আন্তঃনগর ট্রেনসহ ঢাকা গামী ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছে স্থানীয় মুক্তিযুদ্ধা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
বোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১০ টায় হিলি নাগরিক কমিটির উদ্যোগে হিলি রেলস্টেশনের সকলে একত্রিত হয়ে এই বিক্ষোভ ও মানববন্ধন শুরু করে।
এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে এসে পৌঁছালে মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে আন্দোলনকারীরা রেল লাইনের উপর শুয়ে পড়েন এবং লাল পতাকা উড়িয়ে ট্রেনটিকে আটকে দিয়ে সেখানেই তারা সমাবেশ করেন।
তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি প্রায় একঘন্টা আটকে থাকার পর হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়ার অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেয়া হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
আগামী একমাসের মধ্যে আন্দোলনকারিদের দাবি আদায় না হলে পুনরায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেয়া হয়।