সত্যের খোঁজে আমরা
=======================দিনাজপুর প্রতিনিধি ॥
মোঃওয়াজ কুরনী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ৪র্থ বারেরমত মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শাকিল আহমেদের কাছে আচরনবিধি মেনে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় প্রার্থীর সমর্থনকারী ও প্রস্তাবকারীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মনোরঞ্জন শীল গোপাল।