সত্যের খোঁজে আমরা
ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে খেলেছেন আরও ২০১টি ম্যাচ। এর মধ্যে ক্লাব ফ্রেন্ডলি বিবেচনা করা হয়নি। অর্থাৎ দুই দশক ধরে বছরে গড়ে ৫৫টি অথবা সপ্তাহে একটির বেশি ম্যাচ খেলেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। চোট ছাড়া খেলা থেকে বিরতি খুব কমই পেয়েছেন তিনি। তবে এবার সুস্থ থাকার পরও প্রায় চার মাসের ছুটিতে যেতে হচ্ছে মেসিকে।
চলতি মৌসুমে ইউরোপ ছেড়ে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এই লিগের সূচি ও নিয়মগুলো বিশ্বের অন্য দেশের ফুটবল লিগ থেকে একটু আলাদা। অন্য লিগগুলো যেখানে সারা বছরই খেলে থাকে, সেখানে মেজর লিগ চলে বছরের নির্দিষ্ট একটি সময়। শীত মৌসুমের প্রায় চার মাস লিগ বন্ধ থাকে। এমএলএসে সেই ছুটির সময়টা শুরু হতে যাচ্ছে। ইন্টার মায়ামি প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ায় মেসিদের সেই ছুটিটা একটু আগেই শুরু হয়ে গেছে। নতুন মৌসুম শুরু হবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।