দুমকিতে ইউপি নির্বাচন, প্রতীক পেয়ে জমে উঠেছে প্রচারণা।

দুমকিতে ইউপি নির্বাচন, প্রতীক পেয়ে জমে উঠেছে প্রচারণা।

কহিনুর পটুয়াখালী জেলা প্রতিনিধি।।


পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় আগামী ১৭ই জুলাই দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বমোট ৭ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। উপজেলা নির্বাচন অফিসার সূত্রে জানা গেছে, ২৬.০৬.২৩ইং তারিখ রোজ সোমবার সকাল ১১টায় প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে চেয়ারম্যান পদে শ্রীরামপুর ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম(ছালাম) পেয়েছেন নৌকা প্রতীক। স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলহাজ্ব আজাহার আলী মৃধা পেয়েছেন আনারস প্রতীক। এছাড়াও আজাহার আলী মৃধা’র ছেলে মেহেদী হাসান পেয়েছেন ঘোড়া প্রতীক। অপরদিকে লেবুখালী ইউনিয়নে ৪ প্রার্থী’র মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন পেয়েছেন নৌকা প্রতীক, সদ্য আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে স্বতন্ত প্রার্থী দেলোয়ার হোসেন মোল্লা পেয়েছেন অটোরিকশা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতীক এবং অপর এক স্বতন্ত্র প্রার্থী মোঃ জলিল তালুকদার পেয়েছেন আনারস প্রতীক।
এছাড়াও এ দুই ইউনিয়নে ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থীরাও বেশ জোরালো ভাবে মাঠে আছেন। উঠান বৈঠক, কমিটি গঠন ও ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও সমর্থন আদায়ে তাঁদের সোচ্চার হতে দেখা গেছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। ইতি মধ্যে লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নের হাট বাজার, দোকান-পাট, পাড়া-মহল্লা পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে।
অপরদিকে ভোটাররাও কে কোন প্রার্থী’র পক্ষে কাজ করবেন তা নিয়েও বেশ চাঙ্গা হতে দেখা গেছে।

কহিনুর বেগম
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
২৭.০৬.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *