কহিনুর পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় ১৭'জুলাই অনুষ্ঠিত শ্রীরামপুর ইউপি নির্বাচনে জয়ী হবার কয়েক ঘন্টার পরে ২য় স্ত্রীকে হাত-পা বেঁধে জোরপূর্বক তালাক দেয়ার অভিযোগ উঠেছে নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন মৃধার বিরুদ্ধে।
১৮.০৭.২৩ইং তারিখ রোজ সোমবার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা দুমকী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার প্রথম স্ত্রী মোসাঃ নাসিমা বেগম একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। নাসির ও নাসিমা দম্পতির এক ছেলে এক মেয়ে রয়েছে।
ভুক্তভোগী নার্গিসের বাবার বাড়ি পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কলকাঠি ইউনিয়নের আমিনপুর গ্রামে।সে দুমকি আংগারিয়া ইউনিয়নে পরিবার পরিকল্পনায় চাকরি করেন।
এ বিষয়ে নাসির উদ্দীন মৃধার ২'য় স্ত্রী মোসাঃ নার্গিস বেগম অভিযোগ করে বলেন, আমাকে হাত-পা বেঁধে জোরপূর্বক তালাক রাখা হয় এবং মারধর করা হয়েছে। এছাড়াও তাদের ঔরসে সন্তানকে আটকে রেখেছে। সন্তান ফিরে পেতে দুমকি থানায় গিয়ে অভিযোগ দেয়া হয়েছে। পরবর্তীতে এব্যাপারে আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান। তিনি আরও বলেন, আড়াই বছর পূর্বে দুমকী প্যাদা বাড়ির বাদশা প্যাদার স্ত্রীকে কৌশলে বিয়ে করেন নাসির উদ্দিন মৃধা। বর্তমানে নাসির-নার্গিস দম্পতির ২২ মাসের এক কন্যা সন্তান রয়েছে।
এ বিষয়ে জানতে নাসির মৃধার মুঠোফোন নম্বর (01713954759) এ একাধিক বার কল দিলেও ওয়েটিং পাওয়া যায়। পরবর্তীতেও চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।