দৈনিক সত্যের খোঁজে আমরা🥰
কহিনুর পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী’র আলোচনা সভা অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা (হেলেন) এমপি বলেন, “বাংলাদেশ মহিলা আ. লীগ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছিলেন বঙ্গমাতা”।
এ উপলক্ষে দুমকি উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে রেজওয়ানা হিমেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা (হেলেন) এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সহ-সভাপতি মাও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, দপ্তর সম্পাদক অধ্যাপক মাঈনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হক রাজন, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আজাহার আলী মৃধা, মহিলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে একটি বনার্ঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
কহিনর বেগম
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
২৮.০২.২৩