কহিনুর পটুয়াখালী জেলা স্টাফ রিপোর্টার।।
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আজিজ আহম্মেদ কলেজের নব গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৭মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ আহসানুল হক এর সঞ্চালনায় নতুন কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে ড. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, ছাত্র-শিক্ষক-গভর্নিংবডি'র সু-সম্পর্কই টীম ওয়ার্ক। যার মাধ্যমে ঐতিহ্যবাহী আজিজ আহম্মেদ কলেজের শিক্ষার মানোন্নয়ন করতে হবে।
এ ছাড়াও কলেজ পরিচালনার ক্ষেত্রে গভর্ণিং বডির সকল সদস্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।
এ সময় শিক্ষকদের পক্ষ থেকে গভর্ণিং বডির সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উক্ত সভায় বিদ্যোৎসাহী প্রতিনিধি শাহ আলম মাস্টার, অভিভাবক প্রতিনিধি মো. জসিম উদ্দিন হাওলাদার, সৈয়দ মিজানুর রহমান মনোয়ার, মোঃ এনায়েতুর রহমান মিল্টন, শিক্ষক প্রতিনিধি হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ফরিদ আহমেদ, পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক মো. রেজাউল করিম ও কৃষি বিষয়ের সহকারী অধ্যাপক সেলিনা ইয়াসমিন, হিতৈষী সদস্য কালু মোল্লা, বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যোৎসাহী সদস্য ফারজানা নাসিমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বাবলু হাওলাদার,
প্রতিষ্ঠাকালীন সদস্য আলী আকবর সর্দার, সাবেক ইউপি সদস্য মোঃ মাহফুজুর রহমান খান, চরগরবদী ইসলামীয়া দাখিল মাদরাসার সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন, মোঃ আজিজ সিকদার, মো. ফারুক হোসেন হাওলাদারসহ অত্র কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ মার্চ বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মশিউর রহমান মহোদয়ের আদেশক্রমে ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে দুই বছর মেয়াদে ড. হারুন-অর-রশীদ হাওলাদারকে আজিজ আহম্মেদ কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
কহিনুর বেগম
পটুয়াখালী স্টক রিপোর্টার।।
০8/০৩/২০২৩