দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভি'র সিনিয়র প্রতিবেদক সাংবাদিক শিউলি আক্তারের (৪০) পাশে দাঁড়ালেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত ২২ জুলাই অনুষ্ঠিত যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত 'দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে' পেশাগত দায়িত্ব পালনকালে মঞ্চ থেকে পড়ে গিয়ে হঠাৎ দুর্ঘটনায় শিকার হয়ে বাম পায়ের পাতায় ব্যাথা পান শিউলি আক্তার।
এরপর চিকিৎসকরা জানান, শিউলি আক্তারের বাম পায়ের পাতায় বেশ ব্যাথা পেয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা শেষে সেদিনই ছেড়ে দেয়া হয়েছে।
আজ সোমবার ২৪ জুলাই বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধি দলকে পাঠান সাংবাদিক শিউলি আক্তারের ঢাকার বাসায়। এসময় প্রতিনিধি দলের সদস্যরা তার খোঁজ নেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে শিউলি আক্তারের জন্য পাঠানো কিছু উপহার সামগ্রী হস্তান্তর করেন তারা।
একপর্যায়ে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিক শিউলি আক্তারের সাথে ফোনে কথা বলেন এবং তার দুর্ঘটনাপরবর্তী চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। হঠাৎ এই দুর্ঘটনার শিকার হওয়ায় শিউলি আক্তারের প্রতি সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিউলি আক্তার দ্রুত সুস্থ হয়ে আবার পেশাগত দায়িত্বে ফিরবের বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন প্রমুখ।