সত্যের খোঁজে আমরা
এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ
শুধু মাত্র একটি জেলা কিংবা স্থানে নয়,সারাদেশের বিভিন্ন সরকারি অফিস আদালত দাঁপিয়ে বেড়াচ্ছে কিছু চাঁদাবাজ চরিত্রের কার্ড ধারী হলুদ সাংবাদিক।যাদের মুল টার্গেট অপরাধীদের পক্ষ নিয়ে প্রকৃত সংবাদকে বিতর্কিত করে সাধারণ মানুষ বিব্রত করে তোলা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্নের মুখে দাঁড় করানো।
অনুসন্ধানে পাওয়া গেছে এমনই একটি মিডিয়া যাঁরা ভিত্তিহীন মিথ্যা তথ্য সংগ্রহ করে সংবাদ পরিবেশন করে আসছে দীর্ঘ দিন ধরে। অগ্রযাত্রা টিভি নামে খুলেছে একটি ফেসবুক পেইজ।সরকারের অনুমোদন হীন নিবন্ধন ছাড়াই অনলাইন টিভির নামে একটি ফেসবুকে পেইজ খুলে প্রতারণার ফাঁদ পেতেছে তারা।আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে
দাঁপিয়ে বেড়াচ্ছে সারাদেশ।-অগ্রযাত্রা টিভি নামে একটি ফেসবুক পেইজ খুলে সারাদেশের জেলা উপজেলা সহ বিভিন্ন স্থান গড়ে তুলছে হলুদ সাংবাদিকতার বিশাল নেটওয়ার্ক ও চাঁদাবাজ চক্র।
জানাগেছে- হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজ চক্রের মুলে রয়েছে মেহেদী হাসান অর্নব নামের এক ব্যাক্তি যার ইশারায় চলে সবকিছু। হলুদ সাংবাদিক মহল ও চাঁদাবাজ চক্রের মূলহোতা মেহেদী সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে নানারকম মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে ফেসবুক পেইজে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানাগেছে- সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ভ্রমণ করেছে মেহেদী হাসান অর্নবের একটি গ্রুপ।
গ্রুপটি ফেসবুকে অগ্রযাত্রা টিভির পেইজে নানারকম ভিডিও ছেড়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে।এছাড়াও প্রকৃত অপরাধীদের পক্ষ নিয়ে অবৈধ সুবিধা আদায় করতে না পেরে নানা রকমের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সত্যতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।