বণ্টনের মাধ্যমে বৈষম্যহীন, উন্নয়নমূলক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মিশন নিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
আজ বুধবার (৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বিএসপির চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ইশতেহারটি পাঠ করেন। লিখিত ইশতেহারে মৌলিক অধিকার যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে অঙ্গীকার করা হয়। দেশের মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়ার পাশাপাশি সিন্ডিকেট ভাঙা ও ভেজালমুক্ত খাবারের নিশ্চয়তার বিষয় উঠে এসেছে। শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে বাণিজ্য বন্ধ করে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো মানবিক ও অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার ব্যবস্থা নেবে বাংলাদেশ সুপ্রিম পার্টি।
এ ছাড়া ইশতেহারের গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার সুরক্ষার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ওপর আলোকপাত করা হয়। দলটি সন্ত্রাস-জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক, কালো টাকা, অর্থ পাচার, কালোবাজারি ও অবৈধ মজুদদারি নির্মূল করতে বদ্ধপরিকর।
ইশতেহারে আরও বলা হয়েছে, নারী নির্যাতন, যৌতুক প্রথা, এসিড নিক্ষেপ, যৌন হয়রানি, ধর্ষণ, নারী ও শিশু পাচাররোধে কঠোর কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কর্মজীবী নারীদের শিশু পরিচর্যার জন্য শিশু পরিচর্যা কেন্দ্র (চাইল্ড কেয়ার) গড়ে তোলা হবে। শিশু, যুবক, নারী ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নসহ প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের কল্যাণের বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান সকল মুক্তিযোদ্ধাকে ‘রাষ্ট্রের সম্মানিত নাগরিক’ হিসেবে ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কো-চেয়ারম্যান কাজী মহসীন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন, তথ্য প্রযক্তিবিষয়ক সম্পাদক আসমাইন আশরাফ ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শাহজাদা মিজানুর রহমান প্রমুখ।
বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনইশতেহার