দেশ ও জাতির উদ্দেশ্যে ঘর থেকে বেড়িয়ে আসুন রাজপতে আর কত কাল আপনারা আপনাদের এই স্বাধীন

দেশ ও জাতির উদ্দেশ্যে ঘর থেকে বেড়িয়ে আসুন রাজপতে আর কত কাল আপনারা আপনাদের এই স্বাধীন

সত্যের খোঁজে আমরা

মাতৃভূমিতে শাসকের পরিবর্তে শোষক এর অত্যাচার সহ্য করবেন। এখনই সময় রাজপথের বের হওয়ার
সুযোগ বার বার আসে না এখন যেই সযোগ আসছে। হয়ত আগামীতে নাও আসতে পারে তাই দেশ ও জাতিকে বলব আপনাদের অধিকার আদায়ের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাথে তাল মিলিয়ে আসুন আমরা সবাই ভাই ভাই স্বাধীন মতৃভূমির বাংলাদেশ চাই। বিএনপি যে ডাক দিয়েছে সেটা কেবল বিএনপির ডাক নয় আপনার আমার ১৮ কোটি জনগণের ডাক। তাই বিএনপির সাথে রাজপতে নেমে আসুন। সত্যিকারের জনমানুষের সরকার গড়ে তুলুন। এটাই হবে আমারদের সফলতা আমরা যারা বিএনপি করি তারা কিন্তু কেউ বলছি না যে বিএনপিকে বিনা ভোটে ক্ষমতায় আনুন। আমরা বলছি আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে ভোট দিবেন। আপনার ইচ্ছার উপর নির্ভর করে আপনি কাকে ভোট দিবেন। কিন্তু এখন বর্তমান ফ্যাসিবাদ সরকারের যে আচরণ করছে তাতে মনে হচ্ছে এই দেশের জনগণ তাদের কাছে জিম্মি হয়ে রয়েছে। রাজা আর প্রজার মত জনগণ বর্তমান স্বৈরাচারের কাছে প্রজা আর তারা হল গিয়ে রাজা তাই আমাদের এ ধরনের নীতি থেকে বের হয়ে আসতেই হবে। তা না হলে আমরা স্বাধীনতার যুদ্ধে যারা ভাষার জন্য রক্ত জড়িয়েছে এবং মা বোনের ইজ্জত হারিয়েছে তাদের সাথে বেইমানি করা হবে। আমরা যদি সত্যিইকারে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে থাকি তাহলে পাকিস্তানী হয়না সরকারের দোসর এই অত্যাচারি সরকারকে প্রতিহত করে একটি জনতার সরকার তৈরী করে। সুখি সমৃদ্ধির সরকার গঠনের মধ্য দিয়ে বাসযোগ্য বাংলাদেশ সৃষ্টি করতে হবে। তবেই আমাদের স্বাধীনতার সুফল আমরা লাভ করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *