ভোলার দৌলতখানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের
গ্রাহক মরহুমা জহুরা বেগম সাত কিস্তি দিয়ে মৃত্যুবরণ করেন। গ্রাহকের মৃত্যুর পর পরিবারকে মৃত্যুদাবির প্রায় চৌরাশী হাজার টাকার চেক প্রদান করেছেন সোনালী লাইফ কোম্পানি। নিউজ পত্রিকার বিজ্ঞপ্তিতে সোনালী লাইফ এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) উপশহর বাংলা বাজার এস,এম কমপ্লেক্স সেন্টারে সভায় গ্রাহকের মৃত্যুদাবির চেক পরিবারের হাতে চেক তুলে দেন বাংলা বাজার ব্রান্সের ইউনিট ম্যানেজার জনাব ,আশ্রাফ ফারুক।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার জনাব, আশ্রাফ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জনাব, বশির আহমেদ সর্দার চেয়ারম্যান উঃ জয়নগর ইউনিয়ন পরিষদ। বিশেষ অথিতির হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ রিয়াজ তালুকদার উপ-পুলিশ পরিদর্শক বাংলাদেশ পুলিশ ভিপি এন্ড ইনচার্জ পুলিশ ফাঁড়ি বাংলা বাজার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, সাইফুল ইসলাম হাওলাদার।
সাধারণ সম্পাদক উঃ জয়নগর ইউনিয়ন যুবলীগ।
জনাব, মোঃ রিয়াজ ফাইনালশিয়াল এসোসুয়েট বাংলা বাজার শাখা। মোঃ সবুজ ফাইনালশিয়াল এসোসুয়েট বাংলা বাজার শাখা।