দৌলতখানে আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতখানে আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


এম এ মান্নান ঃ বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দৌলতখানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন, শুক্রবার বিকালে উপজেলা সড়ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আওয়ামীলীগ অফিসে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা হয়।
দৌলতখান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিজ ইসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু প্রমূখসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *