একটি নিখোঁজ সংবাদ
দৌলতখান পৌর সবার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইকবাল হোসেন গত ৫/০৭/০২২ ইং মঙ্গলবার গরু কিনার জন্য দৌলতখান বাজারে এসেছিল। এর পর থেকে সে হাড়িয়ে যায়। তার সাথে তার ব্যবহ্নত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে, তিন দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাচ্ছেন না তার বাবা হাফেজ আব্দুল হামিদ। এই বিষয় গত ০৬/০9/০২২ ইং তারিখ দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নাম্বার ২৪০ । ছেলের কোন সন্ধান না পেয়ে তার পিতা হাফেজ আব্দুল হামিদ শোকে কাতরাচ্ছে, মিডিয়া কর্মীদের সাথে কথা বলতে ও পারছে না। কোন হ্নদয় বান ব্যাক্তি সন্ধান পেলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলোঃ ০১৯১১২৫৮৫১০ অথবা ০১৭৮১২৫৫০৯৩