সত্যের খোঁজে আমরা
ভোলা।।রুবেল
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ১১ ঘটিকায় বিএনপি সমর্থিত শতশত এলাকাবাসীকে দফায় দফায় উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত হয়ে প্রতিবাদ করতে দেখা যায়। তারা নারী ইউপি সদস্য তাসলিমা বেগমকে প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান। এছাড়া তারা প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরীকে প্রত্যাহরের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করে।
উল্লেখ্য যে, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হলে উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউপি সদস্য তাছলিমা বেগমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করতে প্রশাসনের প্রতি এলাকাবাসীর দাবি জানিয়ে আসছে।
এরপূর্বেও মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন তারা।