দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ শুরু,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ শুরু,

সত্যের খোঁজে আমরা

আছমা আক্তার আখি
পঞ্চগড় জেলা প্রতিনিধি,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগ ঘোষিত রোড টু স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ বাস্তবায়নে পঞ্চগড়ে ক্যাম্পেইন প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে এই ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়,
পঞ্চগড় সদর, অমরখানা, ধাক্কামারা ও সাতমেরা ইউনিয়নের ২০০ জন ভোট প্রার্থনা কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
রোড টু স্মার্ট ক্যাম্পেইন প্রশিক্ষণে টেইনার হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র রায় ও সহকারি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল বাকী, সহ আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,
পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মসূচি ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ও ভোটারদেরকে কেন্দ্রে আনতে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আগামী দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে প্রতি জন ভোটারের দোরগোড়ায় গিয়ে এই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *