দ্বিতীয় বারের মতো সংবাদ সম্মেলন করেন গাজীপুর কাচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুস সোবহান ভাই।।

দ্বিতীয় বারের মতো সংবাদ সম্মেলন করেন গাজীপুর কাচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুস সোবহান ভাই।।

সত্যের খোঁজে আমরা

বিলকিছ আক্তার রুবি স্টাফ রিপোর্টার

গাজীপুর চান্দনা চৌরাস্তা কাঁচা বাজার আড়ৎদার মালিক গ্রুপ এর সভাপতি মোঃ আব্দুস সোবহান ভাই গত ১৫/ ১০/২৩ ইং তারিখে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় গাজীপুর আড়ৎদার মালিক গ্রুপের ব্যবসায়ী সদস্য ২০ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর বিভিন্ন লোক মারফত শুনতে পারি যে’ ঐ কুচক্রী মহলের লোকজন মামলা দায়েরের ক্ষেত্রে থানা পুলিশের কাছে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের ভাগিনা ও বাবুর্চি নাম ভাঙ্গীয়ে এবং ঐ কুচক্রী মহলের সদস্য সাইদুল ‘ তারিফ মাহমুদ ও তৌহিদুল ইসলাম মুজিবুর এরা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে বলে এলাকায়বাসীর মাঝে প্রচার করে বেড়াচ্ছে। উল্লেখ্য যে’ আমাদের বাজার ও বাজারের সদস্যদের উপর হামলার বিষয়ে গত ১৬/১০/২৩ ইং তারিখে রোজ সোমবার বিকাল ৩” ০০ ঘটিকা সময় আমি একটি সংবাদ সম্মেলন করি। সংবাদ সম্মেলনে বলেছিলাম। থানা পুলিশ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের ভাগিনা এবং বাবুর্চির নাম ভাঙ্গীয়ে মামলা করেছে। এ কথাটি আমার বলা ঠিক হয়নি। তবে নুরুল হক জামাত ইসলামের স্বক্রীয় সদস্য এবং খারাপ প্রকৃতির লোক। তাহার সহযোগী তৌহিদুল ইসলাম মুজিবুর : সাইদুল তারিফ: এরা ভূমি দস্যু তাঁহারা খারাপ প্রকৃতির লোকের সাথে চলাফেরা করে। এই কুচক্রী মহলের কিছু খারাপ লোক দিয়ে পুলিশের মান সম্মান নষ্ট করে দিবে বলে ভয় ‘ ভীতি দেখিয়ে আমাদের নামে মিথ্যা মামলা রুজু করায়। তবে আমাদের উপর হামলার বিষয়ে জিএমপির বাসন থানায় আমাদের মামলা রুজু করার বিষয়ে মামলাটি রুজু করার আশ্বাস দিয়েছেন বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *