সত্যের খোঁজে আমরা
সাড়ে তিন হাত ঘরের কথা কারো কি মনে পড়ে একবার মনে করে দেখ না সেই আপন ঘরটারে
আপন ঘরে যেতে হবে আছে কি তোমার খবর ।
খবর কর সময় থাকতে পাবে না সময় মরার পর
আপন ঘরে শুতে হবে একা একা নিরন্তর আপন ঘরটা চিনে নিও সময় থাকতে
সেই ঘরে যেতে হবে সাদা কাফনে জড়িয়ে
সেই ঘরে শুতে হবে সাদা কাফন পরে
সেই ঘরে একা একা তোমাকে থাকতে হবে অনন্তকাল ধরে
সেই ঘরে যাবে না তোমার কোন সাথি শুধু যাবে নেক আমল জেনে রেখ এটাই তোমার সাথি
সাথি তুমি চিনে নাও সময় থাকতে
তবলিগি জীবন কাঁটাও তুমি একটু সময় করে
দ্বীনের পথে চল তুমি আমার আল্লাহকে কর সন্তুষ্ট
তাহলে তুমিই হবে জ্ঞানী মানুষ-কারণ তুমি করেছ উপরওয়ালাকে
সন্তুষ্ট।