মোঃ নাজিমউদ্দীন স্টাফ রিপোর্টার
ইউনিয়ন রাজাপুর ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ সিমানাবর্তী রাজাপুর এক সময়ের বিশাল বড় একটি ইউনিয়ন ছিলো, রাক্ষসী মেঘনার ভাঙ্গনে আজ ছোট ইউনিয়নে পরিণত হয়েছে রাজাপুর।
বর্তমান তীব্র ভাঙ্গনে অবশিষ্ট যে ইউনিয়ন টুকু রয়েছে আজ রাক্ষসী মেঘনার ভাঙ্গনে সেটাও বিলিনের পথে, চর মোহাম্মদ আলী থেকে ইলিশা সিমানা পর্যন্ত চলমান ভাঙ্গনে দিশেহারা নদীর তীর ঘেষা মানুষরা।
ভাঙ্গনে ফসলি জমি, ঘর বাড়ী,মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে হুমকিতে রয়েছে তারা।
বর্তমান রাজাপুর কে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করতে (আল্লাহ্ রহমত) ও উছিলা হিসেবে সিসি ব্লকের বিকল্প নাই।
চলমান তীব্র ভাঙ্গন কে তুলে ধরতে ইলিশার মত রাজাপুরবাসী সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান করছি পাশাপাশি ভোলা সদর আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয় এর সুদৃষ্টি কামনা করছি।