মোঃওয়াজ কুরনী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে মাঠ জুড়ে আমন ধানের সবুজের সমারোহ। শুধু শুধু সবুজ আর সবুজ। কৃষকেরা বলছেন, কৃষি অফিসের পরামর্শে নিয়মিত আমন ধানের ক্ষেত পারিচর্যা করছেন তারা। এখনো কোনো রোগবালাই দেখা দেয়নি। ভালো আছে ধানের ক্ষেত। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলনের আশা করছেন তারা।
হাকিমপুর থানার মধ্যবাসুদেপুর গ্রামের কৃষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমি এই বছর নিজের ২ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছি। উপজেলা কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিচ্ছেন। এখনো ধানের গাছে কোনো রোগবালাই দেখা দেয়নি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে।’
বানিয়াল গ্রামের কৃষক মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি চলতি আমন মৌসুমে নিজের ১ বিঘা জমির পাশাপাশি ২ বিঘা জমি বর্গা নিয়ে আমন ধান আবাদ করেছি। কৃষি বিভাগ নিয়মিত খোঁজ-খবর নিচ্ছে। ধানের গাছও বেশ বড় হয়েছে। তেমন রোগ দেখা যাচ্ছে না। বড় ধরনের ঝড়-বৃষ্টি না হলে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবো। জমির মালিককে টাকা দিয়েও লাভ থাকবে বলে আশা করছি।’
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম বলেন, ‘চলতি আমন মৌসুমে হাকিমপুর উপজেলার ১ পৌরসভাসহ ৩ ইউনিয়নে ৮ হাজার ১১৭ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এখন পর্যন্ত কোনো কৃষক রোগবালাই দেখা দিয়েছে এমন অভিযোগ আমাদের কাছে আসেনি। ইউনিয়ন পর্যায়ের মাঠ সুপারভাইজারসহ আমি নিজে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাবেন কৃষকেরা।’