নওয়াপাড়া পৌরসভায়

নওয়াপাড়া পৌরসভায়

সত্যের খোঁজে আমরা সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

মোঃ কামাল হোসেন,বিশেষ প্রতিনিধি

নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তসহ পৌর পরিষদকে সংবর্ধনা এবং পৌর কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক তহবিলের বিধিমোতাবেক মূল বেতনের ৫০ শতাংশ অর্থ জমাকরণের ব্যবস্থা করায় পৌর মেয়রসহ বর্তমান পৌর পরিষদকে এ সংবর্ধনা দেওয়া হয়। পৌরসভা কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে পৌর অডিটোরিয়ামে সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। আমন্ত্রীত অতিথি ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিঃ দাঃ) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার। বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, তানভির হোসেন তানু, মোস্তফা কামাল, তালিম হোসেন, রেজা ফারাজী, বিপুলে শেখ, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, শিরিনা বেগম ও রাশেদা খানম লিপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোজাফ্ফার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম সহ সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম মল্লিক। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা আল-মামুন এবং পবিত্র গীতা পাঠ করেন, সঞ্জয় কুমার মন্ডল। বার্ষিক আয়-ব্যয় প্রতিবেদন পেশ করেন, নওয়াপাড়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *