নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৭ অক্টোবর ২০২২ খ্রি: তারিখ ওসি ডিবি'র তত্ত্বাবধানে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের পণ্য
(মোটরসাইকেল, বেবি মোটরসাইকেল, মোবাইল ফোন ইত্যাদি) বিক্রির নামে প্রতারণার অভিযোগে ০৩ (তিন) জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
নড়াইল ডিবি পুলিশের এসআই(নি:) মঞ্জুর মোর্শেদ ও এসআই(নি:) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনয়নের যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে অত্র গ্রামের
জনৈক মাসুদ রানা তালুকদার এর স্ত্রী তানিয়া খাতুন (২২) এবং মান্নু তালুকদার এর স্ত্রী লিমা খাতুন (২০) কে অনালাইন প্রতারণার দায়ে আটক করেছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে
প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ০৫ (পাঁচ) টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ২৭ টি সিম কার্ড উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে ডিবি পুলিশের এসআই(নি:) মঞ্জুর মোর্শেদ ও এসআই(নি:) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনয়নের মহিষখোলা এলাকা হতে অত্র গ্রামের
জনৈক আছাদ শেখ এর ছেলে বাবর আলি (২৬) কে অনালাইন প্রতারণার দায়ে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার
কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ০৫ (পাঁচ) টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ২১ টি সিম কার্ড উদ্ধার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে India cycles shop bd এবং Tata Motor Bangladesh dealers নামে অনলাইন পেইজ খুলে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের