নদী তীর রক্ষার্থে ৬৫০ কোটি টাকাই যেন সাপের মুখের বিষ।

নদী তীর রক্ষার্থে ৬৫০ কোটি টাকাই যেন সাপের মুখের বিষ।

দৈনিক সত্যের খোঁজে আমরা

হাটপাচিল হতে এনায়েতপুর পর্যন্ত নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় সরকার ২০২১ সালের জুন মাসে প্রায় ৬৫০ কোটি টাকার বাজেট বাস্তবায়ন করে। সেই সাথে নদীর ডান তীর রক্ষার জন্যও অনুমোদন প্রকাশ করে।

সর্পদংশন মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢেলে দেয়, ঠিক তেমনিভাবেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠান মাস্টার প্লানিংয়ের মাধ্যমে অসহায় সহায় সম্বলহীন জনগোষ্ঠীকে ধ্বংসের দিকে ধাবিত করেছে।
সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ কোথায় আছে কিভাবে আছে ও কিভাবে খরচ হচ্ছে তা পেটুকশ্রেষ্ঠ বিদগণই ভালো জানেন।
নদীপাড়ের মানুষের আর্তনাদ বোঝার ক্ষমতা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নাই।
তাদের কথা ” আমরা ঠিকাদার প্রতিষ্ঠানকে বার বার চিঠি দিচ্ছি তারা কাজ না করলে আমরা কি করবো”।

এবার আমার কথা বলি ” আমার টাকা আমার ঘর আমি কিভাবে নির্মাণ করবো সেটা আমি ভাল জানি! আমার ঘরের দায়িত্ব আমি অন্যকে দিতে যাবো কেন? নয়ত চুক্তিবদ্ধ হয়েই দিলাম ১ মাসের মধ্যে আমার ঘর সম্পূর্ণ দেখতে চাই “।

তাহলে পানি উন্নয়ন বোর্ড পারবে না কেন? নাকি তারা সরকারের টাকা আত্মসাৎ করার জন্য মেতে উঠেছে।
ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *