নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অদ্য ০১ অক্টোবর ২০২২ খ্রি:
তারিখ দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং স্বাধীনতার মহান স্থপতির সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে নবনিযুক্ত সম্মানিত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় পুলিশ অফিসার্স মেস, গোপালগঞ্জে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয় এবং জনাব মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।