দিনাজপুর জেলা প্রতিনিধ
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পার্শে খেলা করতে পুকুরের পানিতে ডুবে আমান বাবু (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) উপজেলার দাউদপুর ইউনিয়নের হোড়ারপাড়ায় এই ঘটনা ঘটে। মৃত ওই শিশু হোড়ারপাড়ার নুর মোহাম্মদ এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করছেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মো: সুজন ।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল। কোন এক সময় সে বাড়ির পার্শ্বে পুুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়িতে দেখতে না পেয়ে লোকজন তাকে হয়ে খুঁজতে থাকে। খোজাখুঁজির এক পর্যায়ে আশেপাশের লোকজন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেলে তাতক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।