নাটোর জেলা যুব অধিকার পরিষদেরআহবায়ক Farhad Hossain কে আজ রাত

নাটোর জেলা যুব অধিকার পরিষদেরআহবায়ক Farhad Hossain কে আজ রাত

আনুমানিক ১০ টায় সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জগম করছে। তাছাড়া দুপুরে দিকে কিছু দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে গেলে ঘন্টা দুয়েক পর ছেড়ে দেয়।কিন্তু রাতে সুযোগ বুঝে এলোপাতাড়ি কোপানো হয়। এখন ফরহাদ হোসেনকে নাটোর সদর হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে রাজশাহী
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ২৮/২/২০২৩তারিখে মশাল মিছিল আযোন করে
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, নদিম হাছান, ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় ও মহানগর, নেতারা উপস্থিত ছিলেন তারা বলেন

সন্ত্রাসীদের বিরুদ্ধে দূর্গ গড়ে তোলার সময় এখন,
নিপিড়ীত জনতা,
গড়ে তোলো একতা।
শুধুমাত্র যুব অধিকার পরিষদ সহযোদ্ধারাই নয়, সারা বাংলাদেশে সাধারণ মানুষের ওপর অনেক অত্যাচার বেড়ে গেছে। যুব অধিকার পরিষদ এর নেতাকর্মী ছাড়াও বাংলাদেশের যে কোন প্রান্তে সাধারণ জনতার ওপর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজ পথে আমরা আছি,থাকবো।

আপনারাও এগিয়ে আসুন, অন্যায়কে রুখে দিন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নাটোর জেলা শাখার আহবায়ক ফরহাদ হোসেনের উপর বর্বরচিত হামলা ও ফরিদপুরে যুব অধিকার পরিষদ এর পরিচিত সভায় সরকারের পেটুয়া সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে –

মশাল মিছিল

আয়োজনে: বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ

মোঃ আরিফুর ইসলাম নয়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *