সত্যের খোঁজে আমরা
দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
আজ ১১ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হিলি হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আনন্দ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে স্বেচ্ছাসেবী সংগঠন হাকিমপুর ফাউন্ডেশন এর সদস্য, উপজেলা ও পৌর আ.লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
১১ ডিসেম্বর, সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পৌর সভার যৌথ উদ্যোগে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন এর নেতৃত্বে হিলি চেকপোস্ট জিরোপয়েন্ট থেকে আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি মুহাড়াপাড়া এলাকায় সম্মুখ সমরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সম্মুখ সমরে পুষ্পমাল্য অর্পণ, দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করা হয় এবং শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সম্মুখ সমর চত্বরের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সামছুল আলম, হাকিমপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সোহরাফ হোসেন মল্লিক প্রতাব প্রমুখ।
এসময় সেখানে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নুরুল আমিন, হাকিমপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শাহেদ মল্লিক বাবু, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, হাকিমপুর ফাউন্ডেশন এর সভাপতি সোহাগ মন্ডল, সদস্য রিয়াদ, সাব্বির হোসেন, মোস্তাকিম, মোশাররফ, ছাত্রলীগ নেতা, মারুফ, মুহিত আহমেদ, শাকিলসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাকিমপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।