নান্দাইলে চুরির হিড়িক ২ ছাগল চোরকে হাতেনাতে ধরেছে এলাকাবাসী।
ময়মনসিংহের নান্দাইলে চুরির হিড়িক। দুই ছাগল চোরকে হাতেনাতে ধরেছে এলাকাবাসী। উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের মাইজপাড়া গ্রাম থেকে১৯ এপ্রিল বিকালে হাসিম উদ্দিনের ছেলে চাঁন মিয়ার একটি ছাগল অটোরিকশায় উঠানোর সময় তার স্ত্রী দেখে চিৎকার করলে দ্রুত ছাগল ও অটো নিয়ে মধুপুর বাজার অভিমুখে দ্রুত পালিয়ে যাওয়ার সময় রিদয় ও চানমিয়া শালবন সুপারে দ্রুত অটোরিকশা গতিরোধ করে হাতেনাতে ছাগল সহ দুজনকে ধরে । পরে স্থানীয় লোকজন চোরদেরকে গণধোলাই দেওয়ার চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ইউনিয়ন পরিষদে চোরদের হস্তান্তর করে।পুলিশে খবর দিলে সন্ধ্যার পর চুরদের থানায় নিয়ে যায়। চোর দুজন হলো বীর কামট খালি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র বাবু(২৮) ও আজিজের পুত্র আকাশ(২৩)। গত দুই মাসে চরশ্রীরামপুর গ্রাম থেকে চান মিয়ার ৪টি, সিরাজের পুত্র সাইফুলের একটি , বিদেশ কর্মরত নুরুল ইসলামের স্ত্রী তাসলিমার একটি হরমুজ আলীর একটি সহ ১০/১৫ টি ছাগল চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। বর্তমানে চরশ্রীরামপুর গ্রামের সাধারণ মানুষের মাঝে চুর আতঙ্ক বিরাজ করছে । নান্দাইল উপজেলার সর্বত্র চুরি বৃদ্ধি পেয়েছে।