নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে চালককে খুন করে ইজিবাইক লুটে নিয়েছেন দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে চালককে খুন করে ইজিবাইক লুটে নিয়েছেন দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গ্যারেজে চালককে খুন করে দু‘টি ব্যাটারিচালিত ইজিবাইক লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত হারেজ মিয়া (৪৫) নীলফামারী সদরের তালুক মানুষমারা গ্রামের মরহুম গফুর মিয়ার ছেলে। তিনি শুক্কুর আলীর গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন এবং রাতে গ্যারেজের ভেতরেই ঘুমাতেন বলে জানা গেছে।

নিহতের শ্যালক মুসফিকুর রহমান পরিচয় শনাক্ত করে বলেন, তিন থেকে চার দিন যাবত হারেজ মিয়া শুক্কুর আলীর গ্যারেজে থাকেন। এর আগে অন্য গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন। হারেজ মিয়ার চারজন কন্যা সন্তান ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। সকাল ৮টায় গ্যারেজের মিস্ত্রী খোরশেদ জানিয়েছেন হারেজ খুন হয়েছে।

গ্যারেজ মিস্ত্রী খোরশেদ জানান, সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে। তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে মাথা থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত লাশ। এরপর গ্যারেজ মাহজনকে জানাই। মাহজন এসে দেখেন চারটি গাড়ির মধ্যে দু‘টি নেই। দুর্বৃত্তরা হারেজকে মাথায় ও মুখে আঘাত করে হত্যার পর দু‘টি ইজিবাইক নিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *