নারায়ণগঞ্জ বন্দরে গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম, বিএনপি অফিস ভাংচুর, চিহ্নিত প্রতারক ধর্ষক মান্নান আসামি, হত্যা চেষ্টা মামলা দায়ে।

নারায়ণগঞ্জ বন্দরে গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম, বিএনপি অফিস ভাংচুর, চিহ্নিত প্রতারক ধর্ষক মান্নান আসামি, হত্যা চেষ্টা মামলা দায়ে।

বন্দর প্রতিনিধি:
বন্দরে জাহাজের পুরাতন গরদা জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার কাজে বাধা দেওয়ার জের ধরে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রাসেল ইসলাম জীবন (৪৩) কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে ফেসিস্ট দোসর সাদা জাহাঙ্গীরসহ তার সন্ত্রাসী বাহিনী। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাকসুদুল ইসলাম রাজীবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে গিয়ে উত্তম মাত্তম খেয়ে পালিয়েছে সিদ্ধিরগঞ্জের চিহ্নিত প্রতারক ধর্ষক মান্নান। স্থানীয় লোকজন বলছে মান্নান সাবেক ছাত্রনেতা রাজীবের সঙ্গে ছবি তুলে বিভিন্ন যায়গায় পরিচয় দেয় সে বিএনপির লোক।অথচ বাটপার মান্নান হচ্ছে আওয়ামী লীগের দোসর। তবে শেষ রক্ষা হলো না এই বাটপার মান্নানের। সংবাদকর্মী রাসেলকে হত্যা চেষ্টা মামলায় আসামি হয়ে পলাতক রয়েছে এই বাটপার মান্নান। ৮ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রুহুল আমিনের সঙ্গে আঁতাত করে বিএনপির নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই বাটপার মান্নান। শুধু তাই নয় ৫ আগস্টে পটপরিবর্তনের পর প্রতারক মান্নান মামলা বানিজ্য শুরু করে দিয়েছিল। বিভিন্ন থানায় যদি রাজনৈতিক বা অন্য যেকোন মামলা থাকায় রুজু হতো সেখানেই প্রতারক মান্নান পুলিশ কে ভুল তথ্য দিয়ে নামে বেনামে নিরিহ মানুষকে আসামি করে চাঁদা দাবি করতো। সাম্প্রতিক সময়ে প্রতারক মান্নানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্ৰেফতারি পরোয়ানা জারি হলে বাটপার মান্নান চোরের মত পালিয়ে ঈদের দুই দিন আগে আপোসের শর্তে জামিন নিয়ে আসে বলে জানা গেছে। তবে বাটপার মান্নানের চত্বর চালাকির কারনে নিজের ফাঁদেই নিজে ধরা পড়েছে।
ওই সময় হামলাকারিরা ফেসিস্টরা স্থানীয় বিএনপি অফিসে ব্যাপক ভাংচুর চালিয়ে আহতের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও ক্যাশবাক্স থেকে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত গনমাধ্যম কর্মী রাসেল ইসলাম জীবন বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার মৃত নাজির সরদারের ছেলে। তবে তোলারাম কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাকসুদুল ইসলাম রাজীবের নাম ভাঙিয়ে হামলা চালায় বাটপার মান্নান গং। বাটপার মান্নান নিজেকে শহরে প্রতারক হিসেবে পরিচিত করিয়ে এখন রাজীবের নামে কলিং ছড়িয়ে বিএনপির দূর নাম সৃষ্টি করছে এই আন্তর্জাতিক বাটপার মান্নান।

স্থানীয় এলাকাবাসী আহতকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করে।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহত গনমাধ্যমকর্মী বড় ভাই গরদা ব্যবসায়ী নাদিম মাহামুদ বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন দুপুরে ফেসিস্ট দোসর সাদা জাহাঙ্গীর, আলমগীর, সাইফুল, আকিব, আয়াতসহ অজ্ঞাত নামা ৫/৭ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও বাদীর তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার মাহমুদনগর এলাকার মৃত আজগর আলী মিয়ার ছেলে ফেসিস্ট সরকারের দোসর জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে মাহমুদনগর এলাকাবাসী।

গত রোববার (৩০ মার্চ) আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীর ও তার ভাই আলমগীর একই এলাকার সাজু মিয়ার ছেলে সাইফুল, আলমগীর মিয়ার ছেলে আকিব ও শওকত মিয়ার ছেলে আয়াতসহ ৫/৭জন সন্ত্রাসী অভিযোগের বাদী ভাঙ্গারী ব্যবসা নাদিম মাহমুদ এর দোকান থেকে জোর পূর্বক পুরাতন জাহাজের গরদা নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ওই সময় ভাঙ্গারী ব্যবসায়ী ছোট ভাই গণমাধ্যম কর্মী রাসেল ইসলাম জীবন বাধা প্রদান করলে এ নিয়ে তাদের মধ্য বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় ফেসিস্ট দোসর সাদা জাহাঙ্গীরের নেতৃত্বে উল্লেখিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত ভাঙ্গারী দোকানে অর্তকিত হামলা চালায়।

ওই সময় হামলাকারিরা গণমাধ্যম কর্মীকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক কাটা ও হাড় ভাঙ্গা জখম করে নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে হামলাকারিরা ২০ নং ওয়ার্ড বিএনপি একটি কার্যালয়ে অনাধিকার ভাবে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় মাহমুদনগর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *