হচ্ছে। যুবদল কর্মী শাওন আহমেদ সম্ভাব্য যে পুলিশ সদস্যের গুলিতে নিহত হয়েছে, তার নাম রাহুল পাটওয়ারী, সহকারী পুলিশ সুপার , গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। পুলিশ অফিসার রাহুল পাটুয়ারী বর্তমানে তার বাবা মায়ের চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
ছবিতে যে ডিবি পুলিশ সদস্য গুলি ছুড়ছেন, তার নাম এস আই মাহফুজুর রহমান কনক (এসআই কনকের চেহারার সাথে এডিসি রাহুল পাটোয়ারীর চেহারারও মিল নেই)। তিনি( কনক) ঐ দিন চায়নিজ রাইফেল দিয়ে গুলি করেন। এই তথ্য প্রকাশিত হয়েছে দৈনিক সমকালে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা সমকালকে বলেন, "কনকের নামে কোনো রাইফেল ইস্যু নেই, আছে পিস্তল। তিনি অন্য কারও রাইফেল দিয়ে গুলি ছুড়লে তা নিয়মের ব্যত্যয়।"
আর এসআই কনক যেভাবে গুলি করেন, সেটি বুক বরাবর। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে সেটি হবে পা বরাবর বা ফাঁকা গুলি ছুঁড়বেন আকাশ বরাবর।
কিন্তু তিনি সেটি না করে মিছিলে মানুষের বুক বরাবর গুলি ছুঁড়েছেন। যা হত্যার উদ্দেশ্য কি না খতিয়ে দেখলেই জানা যাবে। রাশেদ খাঁন