নারায়ণগঞ্জ প্রতিনিধি
কাঁচপুর ইউনিয়নে পরকীয়ার জেরে মো.
মোশারফ হোসেন ভূঁইয়া (৪৫) নামের এক দলিল লেখককে বালতির পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ওই ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোশারফকে শনিবার রাতে ডাকাতরা হত্যা করেছে বলে স্ত্রী শাহিনুর দাবি করেন।
এ সময় তিনি জানান, তিন-চারজনের একটি ডাকাত দল রাত ২টার দিকে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমের বালতির পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতির কোনো আলামত না পেয়ে বিষয়টি সন্দেহ হয় পুলিশের।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, শনিবার রাতে এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বাড়িতে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।