নারীর ছলনায় পরে, সুখ সাগরে ডুব দেওয়ার পূর্বে আশেপাশে ক্যামেরা আছে কিনা চেক করে নিন।🤦

নারীর ছলনায় পরে, সুখ সাগরে ডুব দেওয়ার পূর্বে আশেপাশে ক্যামেরা আছে কিনা চেক করে নিন।🤦

সত্যের খোঁজে আমরা

নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস! সে যতই বীর পুরুষ বা সতর্ক মানুষ হোক না কেন নারীর ঘ্রাণ, কন্ঠ, মুখচ্ছবি, শরীরের ভাজ, সামান্য ছলনা, সৌন্দর্যের কাছে সে অসহায়! এই অস্ত্রের মাধ্যমে বড় বড় মহাপুরুষ, বীর পুরুষকে নিমিষেই বন্দি করে ফেলা যায়, এবং হাজারো নজির আমাদের দেশেই বিদ্যমনা।

‘অদৃশ্য’ এ শাফায়েত মনসুর রানা সুন্দর একটা উদাহরন হাজির করেছে আনিস চরিত্রটিকে কেন্দ্র করে। সোনিয়া মেয়েটি আনিসের জীবনে এসেছে। স্ত্রী থাকতে পুরুষের বৈশিষ্ট্য অনুযায়ী আনিস ঝুঁকে পরছে সনিয়ার দিকে। কামে পাগল হচ্ছে। মেয়েটিও পাগল করার সব অস্ত্র ব্যবহার করে চলেছে। অবশেষে ব্ল্যাকমেইল। এসব চিত্রের প্রেক্ষাপটগুলো বলে সিরিজের রহস্য উন্মুক্ত করা উচিৎ হবে না।

‘অদৃশ্য’ থেকে শাফায়েত মনসুর রানার গল্প ভাবনা ও সিচুয়েশন নির্মাণ দক্ষতার ফ্যান হয়ে গেলাম। বর্তমান সময়ের চালচিত্র উপস্থাপনের ক্ষেত্রে সাহসীকতা দেখিয়েছেন তিনি। এই বড় বড় নেতা, ব্যবসায়ীদের কল রেকর্ড, ভিডিও লিংক কেন্দ্রীক নাড়াচাড়ায় মাঝে মাঝে ফেসবুক গরম হয়ে ওঠে বৈ কি। হইচই এ তার সাহসী এই প্রজেক্টটি দর্শকের মনে দাগ কেটে থাকবে বহু কারণে। বিশেষ করে সময়টাকে ফ্রেম বন্দি করার ক্রেডিটটা হইচই ও শাফায়েত মনসুর রানাদের দিতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *