নিজের বুদ্ধির জন্য প্রতারকের হাত থেকে ইজিবাইক রক্ষা করলো চালক মগরেব মন্ডল

নিজের বুদ্ধির জন্য প্রতারকের হাত থেকে ইজিবাইক রক্ষা করলো চালক মগরেব মন্ডল

আল আমিন হাসাদাহ থেকেঃ প্রতারক হাসাদাহ থেকে জীবননগর নতুন তেতুলিয়া গ্রামে যাবে বলে ১০০ টাকায় মগরেব মন্ডল নামক এক ইজিবাইক চালকে ঠিক করে। নতুন তেতুলিয়া পৌছালে অপর দিক থেকে একটি ভদ্র বেসে প্রতারক হাজির হন ইজিবাইকের কাছে। এসময় হাসাদাহ বাজার থেকে যে, ইজিবাইক ভাড়া করেছিলো, সেই প্রতারক ভদ্র বেসে আসা প্রতারকে স্যার বলে জানান, যে, স্যার আমার ছুটি দেন, গাড়ী রেখে এসেছি, স্যার আমার বাড়ী যেতে হবে। আর কিছু টাকা দেন। ওই সময় ভদ্র বেসে প্রতারক স্যার তাকে ইজিবাইক থেকে নেমে যেতে বলেন, প্রথম প্রতারক ইজিবাইক থেকে নেমে চলে যায়, ভদ্র প্রতারক ইজিবাইক উঠে এসে ইজিবাইক চালাকে নতুন তেতুলিয়া গ্রামের তে মাথা দিকে নিয়ে যায়। এসময় রাস্তার একটু আড়াল করে ইজিবাইক থামাতে বলে, ভদ্র প্রতারক মোবাইলে কথা বলছে, প্রথম প্রতারকের কাছে, বলছে জাহাঙ্গীর তুমি রাগ করোনা, আচ্ছা তোমার এতো সমেস্যা তাহলে আমার কাছে বতমান ৩০ হাজার টাকা আছে এটা নেও, বলে ইজিবাইক চালকে ওই সময় দ্রুত বলে ইজিবাইক চালক ভাই, আপনি গাড়ী থেকে নেমে ওকে একটু এদিকে ডেকে আনেন তো, টাকা দিতে হবে, ইজিবাইক চালক মগরেব মন্ডল বলেন, আমার গাড়ী থেকে নামা নিষেধ আছে, আপনি ইজিবাইকে চড়ে থাকেন। গাড়ী ঘুরিয়ে ওখানে যাচ্ছি।ওই সময় ভদ্র প্রতারকের মনের মধ্যে রাগ হতে লাগলো। আল্লাহ রহমতে আমার মনে সন্ধ হলো।প্রথম প্রতারকে ইজিবাইক নিয়ে খুজতে ছিলাম তাকে আর পাইনি। পরে সেও গাড়ী থেকে নেমে গেলে ইজিবাইক নিয়ে সোজা হাসাদাহ চলে আসি এমনি কথা বলছিলো হাসাদাহ বাজার পাড়ার ছেলে মগরেব আলী, গতকাল রবিবার বেলা ১১ টার দিকের ঘটনা। তিনি এমন সদ্য বেসে প্রতারক ইজিবাইক সহ বিভিন্ন গাড়ী ঘোটা হাতিয়ে নিচ্ছে এবিষয়ে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *