নির্বাচন প্রচারণার সমাপনী দি

নির্বাচন প্রচারণার সমাপনী দি

স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুর জনসমর্থনের জনসমুদ্র

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

আসন্ন মোগরাপাড়া ইউপি নির্বাচনের ১৩ জুন সোমবার নির্বাচনী প্রচারণার সমাপনী দিনে নৌকা প্রার্থী ব্যর্থ হয়ে, জনগণের ভালোবাসায় সিক্ত দুইবার মোগরাপাড়া ইউনিয়ন বাসির ভোটে নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে জনগণের স্বার্থে বাধ্য হন।

সোমবার ১৩ ই জুন সারাদিন ইউনিয়ন বাসীর ধারে ধারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ও সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, দীর্ঘ ১১ বছর নিঃস্বার্থভাবে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম, কখনো কোন সময় যদি কোন ভুল ত্রুটি করে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার কখনও মনে হয়না আমি আপনাদের সাথে অসাধু কোন আচরণ করেছি। কারো অর্থনৈতিক ও পারিবারিক বা সামাজিক ভাবে আমি আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছী। কারো অর্থ-সম্পদ বা জমিজমা দখল করা, জোরজবস্তি করা, অন্যায় ভাবে কোন বিচার সালিশ করা বা কারো কাছ থেকে কোনো অর্থ হাতিয়ে নেওয়া আমার কখনও মনে হয় না আমি কখনো কোনদিন এরকম নোংরা কোন কাজ করেছি।

সময় সাপেক্ষে দীর্ঘ ১১ বছরের মধ্যে যদি অজান্তে আমার কাছ থেকে কোন কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন।

আর যদি মনে করেন আমি কখনো আপনাদের কাজে এসেছি, কারো উপকার করেছি, ন্যায়-নীতির সাথে বিচার-সালিশ করেছি , আপনাদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছি , তাহলে আসছে আগামী ১৫ ই জুন বুধবার আমার আনারস মার্কায় ভোট দিয়ে পুনরায় আপনাদের সেবা করার জন্য সুযোগ করে দিবেন।

আশাকরি আপনাদের আস্তা ভালোবাসার মর্যাদা আল্লাহ চায় তো আমি যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন আমাকে সমর্থন দিবেন আমার জন্য দোয়া করবেন এবং সকল প্রকার সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করতে চাই।

এছাড়াও তিনি আরো বলেন, নির্বাচন হোক সবার অংশ গ্রহনের মধ্যদিয়ে জনগন পাক তার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ।

দলমত নির্বিশেষে আমি জণগনের সেবা করতে চাই
যারা শক্তি ও সাহস নিয়ে চলে তাঁরা কখনো হারে না
ভালো থাকার ও ভালো রাখার প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ হোক সকলে
�মানবতা ও মানবাধিকার বিকশিত হোক
�নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত মানুষ এক সুরে গেয়ে উঠুক মুক্তির গান

মোগরাপাড়া বাসীর এই ভালোবাসা,সম্মান,শ্রদ্ধা, স্নেহের কাছে আমি চিরঋণী।আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসার মানুষ হয়ে।
জয় হোক মোগরাপাড়া বাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *