তপন দাস
নীলফামারী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে নীলফামারীতে অনুষ্ঠিত হলো গীতা পাঠ প্রতিযোগিতা এবং ধর্মীয় আলোচনা সভা
দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির গীতাশ্রমে আলোচনা সভা ও গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু নীরেন্দ্রনাথ রায় ভাইস চেয়ারম্যান ডিমলা উপজেলার পরিষদ,
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু জুয়েল রায় সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখা, ডাক্তার নিরঞ্জন কুমার রায় প্রভাষক নীলফামারী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল,
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডিমলা শাখার সভাপতি শ্রী অমৃত কুমার রায় এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী শৈলেন চন্দ্র রায় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মহানন্দ পাল , শ্রী চন্দ্র কান্ত রায়, শ্রী উৎপল কুমার সিংহ রায় সহ আরো অনেকে।
এসময় ধমীয় শাস্ত্র পাঠ করেন আশ্চার্য শ্রী বিশ্বনাথ রায়, হাতিবান্ধা লালমনিরহাট, আশ্চার্য শ্রী প্রতাপ রায় হাতিবান্ধা লালমনিরহাট।
পরে আলোচনা অনুষ্ঠান শেষে কিশোর কিশোরীদের নিয়ে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ডিমলা উপজেলা শাখা।