নিজস্ব প্রতিবেদকঃ
সৈয়দপুরে অপহরণকারী কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার, অপহৃত উদ্ধার
গত১৭ আগস্ট সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ফয়জানে মদীনা মাদ্রাসার সামনে থেকে কিশোর গ্যাং এর ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩ দল। গ্রেফতারকৃতরা হলো শহরের নিয়ামতপুর বকসাপাড়ার ছেলে রবিউল বাস কন্টেক্টরের ছেলে ফিরোজ(১৯), জুম্মাপাড়ার ট্রাক হেলপার ওহাদ আলীর ছেলে জীবন(২২) ও ভিত্তিপাড়ার মৃত মনসুর আলীর ছেলে সোহেল(১৮)।
জানা যায়, দিনাজপুরের খানসামা উপজেলার দুবলিয়া গ্রামের অঞ্জন রায়ের ছেলে তমাল(১৫) কে অপহরণ ও জিম্মি করে অর্থ হাতিয়ে নেয় সৈয়দপুরের কিশোর গ্যাং। অপহৃত তমালকে উদ্ধার করে র্যাব। তারা নিয়মিত ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিলো। আসামীদের নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।