সত্যের খোঁজে আমরা
রুবেল ভাই ভোলা জেলা
মোঃ আল আমিন ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধ
সময় এসেছে যোগ্য নেতৃত্ব দেবার। সময়ের দাবি-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০৩ আসনে, বাংলাদেশ আওয়ামী লীগের জননেতা জনাব মোঃ আনছার আলী (মিন্টু)'কে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। নীলফামারী ০৩ আসন তথা জলঢাকা উপজেলা বাঁশি।
জলঢাকা উপজেলা আওয়ামী পরিবারের প্রাণপুরুষ, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য, জলঢাকার সর্বস্তরের গরীব-দুঃখী অসহায় মানুষের আশার আলো জ্বালিয়ে রাখা এক প্রদীপের নাম জননেতা জনাব মোঃ আনছার আলী (মিন্টু)। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে আপোষহীন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও পরীক্ষিত ভ্যানগার্ড। জলঢাকার তৃণমূল আওয়ামী লীগের শেষ আস্থা ও ভরসার প্রতিচ্ছবি, জননেতা জনাব মোঃ আনছার আলী (মিন্টু)।
সর্বোপরি, জলঢাকা উপজেলা আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মীদের আত্বসম্মান, পদ-মর্যাদা সহ রাজপথের মুজিব আদর্শের আকুতোভয় বীর সেনাদের একাত্বতায়- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক দলীয় ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে, দলীয় নেতাকর্মীর দীর্ঘদিনের অবহেলিত। সাংগঠনিক পরিবেশ সু-দক্ষ নেতৃত্বের মাধ্যমে কর্মী মূল্যায়ণ ভিত্তিক শ্রদ্ধেয় মুজিব আদর্শের চেতনা বাস্তবায়নে, অসংখ্য নেতাকর্মীর নির্ভরতার ঠিকানা জননেতা জনাব মোঃ আনছার আলী মিন্টু'কে নীলফামারী-০৩ আসনে জলঢাকা উপজেলার সর্বস্তরের গণমানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব ও মানবতার সেবক। পরিচয়ে জনতার এমপি হিসাবে মহান জাতীয় সংসদে দেখতে চাই… নীলফামারীর ০৩ আসনের। খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, রিক্সাচালক, ভ্যানচালক সর্বস্তরের জনগণ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু দেশরত্ন শেখ হাসিনা।